এ বছর অন্যান্য জেলার মতো নদীয়াতেও বৃষ্টি খুব কম হওয়ায় পাট চাষিরা চূড়ান্ত দুর্ভোগের শিকার৷ আমন চাষও ক্ষতিগ্রস্ত৷ এই পরিস্থিতিতে পাট পচানোর উপযুক্ত জলের ব্যবস্থা, পাট–ধান সহ সব ফসলের ন্যায্য দাম, একশো দিনের কাজ অবিলম্বে শুরু, বিশুদ্ধ পানীয় জল, গ্রামে গ্রামে জল নিকাশি ব্যবস্থা, চাষিদের ঋণ মকুব, মদ বন্ধ প্রভৃতি দাবিতে শতাধিক চাষি এ আই কে কে এম এস পলাশিপাড়া ব্লক কমিটির পক্ষ থেকে ২২ আগস্ট বিডিও দপ্তরে বিক্ষোভ দেখান৷ বিডিওকে দাবিপত্র দিলে তিনি বেশ কিছু দাবি মেনে নেন৷ ডেপুটেশনে নেতৃত্ব দেন লহিরুদ্দিন সেখ, মনিরুজ্জামান মণ্ডল, আতিকুর রহমান প্রমুখ৷