পুরুলিয়া : অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে ৩০ আগস্ট জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করা হয়৷ পাঁচ শতাধিক কৃষক ও খেতমজদুর এই মিছিলে অংশগ্রহণ করেন৷ পুরুলিয়া স্টেশন থেকে মিছিল পোস্ট–ফিসের মোড়, হাটতলা হয়ে জেলাশাসক দপ্তরে যায়৷ সংগঠনের জেলা সম্পাদক সহ পাঁচ জনের প্রতিনিধি দল দাবিপত্র পেশ করেন৷ পুরুলিয়া জেলাকে খরা কবলিত ঘোষণা করা, মদমুক্ত এলাকা তৈরি করা, খরা সমস্যার স্থায়ী সমাধান সহ দশ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়৷ সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড সীতারাম মাহাত, সাগর আচার্য, অনিল বাউরি, অনুপ মাহাত প্রমুখ৷
বীরভূম : ফসলের লাভজনক দাম দেওয়া, কালোবাজারি বন্ধ করে সস্তায় সার–বীজ–কীটনাশক প্রদান করা, জেলাকে খরা ঘোষণা করে আর্থিক সুবিধা দেওয়া সহ পাঁচ দফা দাবি নিয়ে ৩০ আগস্ট বীরভূম জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠনের সদস্যরা৷ তাঁরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন৷