মধ্যপ্রদেশে গোয়ালিয়রের লক্ষ্মীবাই কলোনি কমিউনিটি হলে ২৫ ফেব্রুয়ারি হয়ে গেল ‘ভগৎ সিং অখবার হকার্স ইউনিয়ন’ (বিএএইচইউ)-এর প্রথম জেলা সম্মেলন। ঘরে ঘরে খবরের কাগজ বিক্রি করেন যে হকাররা, তাঁরা ভালো সংখ্যায় উপস্থিত ছিলেন। জাতীয় হকার প্রকল্প চালু করে সরকার যাতে অবিলম্বে এঁদের বিমা ও পেনশনের ব্যবস্থা করে, সে জন্য আন্দোলনের প্রস্তাব পাশ হয় সম্মেলনে। দাবি ওঠে, হকারদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাইকেল, বর্ষাতি, বৃষ্টিতে কাগজ ঢাকার জন্য ত্রিপল ইত্যাদির ব্যবস্থা করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি-র মধ্যপ্রদেশ রাজ্য সভাপতি লোকেশ শর্মা। উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক রূপেশ জৈন, আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক রচনা আগরওয়াল প্রমুখ। সম্মেলন থেকে যশপাল সিংকে জেলা সভাপতি, প্রদীপ মাহোরকে জেলা সম্পাদক করে ১৩ সদস্যের জেলা কমিটি নির্বাচিত হয়।