Breaking News

কয়লার দাম কমেছে, বিদ্যুতের দাম কমাও দাবি গ্রাহক সমিতির

অ্যাবেকার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী ১২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, বিদ্যুতের জ্বালানি কয়লা সরবরাহকারী সংস্থা ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) প্রতিযোগিতার বাজারে সুবিধা করে দিতে ক্যাটিগরি অনুযায়ী কয়লার দাম ১০ থেকে ২৬ শতাংশ পর্যন্ত কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে। এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ স্বাভাবিকভাবেই ভালোরকম কমবে। রাজ্যের বিদ্যুৎ গ্রাহকেরা যাতে মূল্যহ্রাসের সেই সুবিধা পান তা সুনিশ্চিত করতে বিদ্যুতের মাশুল কমাতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন এবং রাজ্য সরকারকে দাবি মেনে মাশুল কমাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৮ ফেব্রুয়ারি বিদ্যুৎ গ্রাহক সংগঠনের রাজ্য সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।