কয়লা উত্তোলন ক্ষেত্রকে ব্যক্তি মালিক ও বিদেশি কর্পোরেট পুঁজির ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এ আই ইউ টি ইউ সি৷ সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড শংকর সাহা ২১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, দেশের অর্থনীতি ও শিল্প বিকাশের ক্ষেত্রে কয়লার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ উৎপাদিত কয়লার ৭০ শতাংশ ব্যবহার হয় বিদ্যুৎ ক্ষেত্রে৷ উত্তোলন ক্ষেত্র বেসরকারি হাতে দিলে অবধারিত ভাবে তা রাষ্ট্রীয় মালিকানাধীন কয়লা ক্ষেত্রকে দুর্বল করে বেসরকারিকরণের রাস্তা প্রশস্ত করবে৷ শ্রমিকদের নিরাপত্তা, সুরক্ষা, অধিকার বলে কিছু থাকবে না৷
তিনি বলেন, ১৯৭৩ সালে কয়লাখনি জাতীয়করণকে কেউ কেউ বলেছিলেন, এটা সমাজতন্ত্রের প্রতি এক ধাপ অগ্রগতি৷ কিন্তু বাস্তবে তা ছিল না৷ সেটা ছিল পুঁজির স্বার্থেই, আজও বেসরকারিকরণ করা হচ্ছে পুঁজির স্বার্থেই৷
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন খনিগুলির সংকটজনক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, স্থায়ী পদে স্থায়ী শ্রমিক নিয়োগ করা হচ্ছে না৷ ত্রিপাক্ষিক চুক্তির শর্তগুলিকে পদদলিত করে ঠিকা শ্রমিক নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত কম মজুরিতে সামাজিক সুরক্ষা না দিয়ে তাঁদের খাটানো হচ্ছে৷ রাষ্ট্রায়ত্ত অবস্থাতেই দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রমিকদের সাথে যদি এমন অন্যায় করা হয়, তবে বেসরকারি একচেটিয়া পুঁজির মালিকদের অধীনে তাঁদের অবস্থা কী ভয়াবহ হবে তা সহজেই অনুমেয়৷ কয়লার দামও মারাত্মকভাবে বাড়াবে তারা৷ এই সমস্ত আক্রমণের বিরুদ্ধে তিনি সকল ট্রেড ইউনিয়ন বিশেষ করে কয়লা শিল্পের ট্রেড ইউনিয়নগুলিকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান৷