Breaking News

ক্ষতিপূরণের দাবিতে তমলুকে বিক্ষোভ

 

লকডাউনের মধ্যেই আমপান ঝড়ে বিধ্বস্ত জনসাধারণ৷ যতটুকু ত্রাণ ও সরকারি সাহায্য আসছে তা নিয়েও চলছে প্রবল দলবাজি৷ এর  প্রতিবাদে ১১ জুন পূর্ব মেদিনীপুরের তমলুকে এস ইউ সি আই (সি)–র নেতৃত্বে বিক্ষোভ দেখায় মানুষ৷ অবিলম্বে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের জব কার্ড এবং ১০০ দিনের কাজ দেওয়া, খাল–রাস্তা সংস্কার, সমস্ত গরিব মানুষের জন্য পাকা বাড়ি প্রদান সহ পঞ্চায়েতের দলবাজি–দুর্নীতির বিরুদ্ধে এ দিন পিপুলবেড়িয়া–২ অঞ্চলের অর্ধশতাধিক মানুষ বিক্ষোভ দেখায়৷ ৫ জনের একটি প্রতিনিধিদল অঞ্চল প্রধানের হাতে ১৩ দফা দাবিতে স্মারকলিপি দেন৷ কর্মসূচিতে নেতৃত্ব দেন তমলুক লোকাল কমিটির সদস্য শম্ভু মান্না, সুকুমার মান্না, সঞ্জিত মাইতি প্রমুখ৷