দফায় দফায় প্রবল বর্ষণের ফলে সারা রাজ্যের মতো পশ্চিম মেদিনীপুরের আলুচাষিরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন৷ এই ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসক সহ বিভিন্ন স্তরে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি৷ সারা বাংলা আলুচাষি সংগ্রাম কমিটির পক্ষ থেকে ৪ এপ্রিল পুনরায় জেলাশাসক ও জেলা কৃষি আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ এই উপলক্ষে ক্ষতিগ্রস্ত চাষিরা জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়৷ দাবি করা হয়– যুদ্ধকালীন তৎপরতায় আলুচাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, ঋণ মকুব করে পুনরায় ঋণের ব্যবস্থা করতে হবে৷ প্রতি কুইন্ট্যাল ৮০০ টাকা দরে সরকারকে আলু কিনতে হবে৷ উল্লেখ্য, এই দাবি নিয়ে চন্দ্রকোনা–১, মেদিনীপুর সদর, শালবনী সহ নানা ব্লকে কমিটির নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছে৷
এদিনের ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রভঞ্জন জানা, প্রদীপ মল্লিক, তাপস মিশ্র, স্বপন মাঝি, শ্রীকান্ত সরেন, অনিল কিসুক্, ললিত মাইতি প্রমুখ৷