যুব ভারতী স্টেডিয়ামে শান্তিপূর্ণ ক্রীড়াপ্রেমীদের উপর পুলিশের লাঠি চালনার নিন্দা করে এসইউসিআই(কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৮ আগস্ট এক বিবৃতিতে বলেন, ‘যুব ভারতী স্টেডিয়ামে ‘জাস্টিস ফর আর জি কর’ দাবিতে ক্রীড়াপ্রেমীদের শান্তিপূর্ণ জমায়েতে পুলিশ যেভাবে লাঠিচার্জ ও গ্রেফতার করেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। পুলিশের লাঠিতে মহিলা সহ বহু মানুষ আহত হয়েছেন। যেখানে পুলিশি ব্যবস্থা করতে না পারার অজুহাতে ডার্বি ম্যাচ বাতিল করা হল, সেখানে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর এ ভাবে আক্রমণ করা হল কেন– পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তুলতে চাই।
শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের লাঠি চালানোর জন্য দোষী পুলিশদের শাস্তির দাবি জানাচ্ছি এবং পুলিশি রক্তচক্ষুকে উপেক্ষা করে সাহসের সাথে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর জন্য উপস্থিত ক্রীড়াপ্রেমীদের অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে সরকারের ও পুলিশ-প্রশাসনের দ্বারা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণের বিরুদ্ধে দলমত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করছি।