কোচবিহার শহরে ছাত্রহত্যা, ইভটিজিং, মাদক দ্রব্যের প্রসারের মতো মারাত্মক অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে ‘কোচবিহার শহর অভিভাবক কমিটি’র পক্ষ থেকে ৫ জানুয়ারি জেলাশাসকের কাছে গণস্বাক্ষরিত দাবিপত্র জমা দেওয়া হয়৷ অভিভাবকরা দাবি করেন, একাদশ শ্রেণির ছাত্র সৌরভ দে’র খুনিদের চরম শাস্তি, এলাকায় পুলিশি নিরাপত্তা, মাদক বিক্রেতাদের শাস্তি, মদ–গাঁজার ঠেক বন্ধ এবং ইভটিজারদের অবিলম্বে শাস্তি দিতে হবে৷