Breaking News

কেরোসিন সহ জ্বালানি তেলের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করল এস ইউ সি আই (কমিউনিস্ট)

 

ভিয়ানি, হরিয়ানা

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২ জুলাই এক বিবৃতিতে বলেন, ক্রমবর্ধমান বেকারত্ব, বিপুল কর্মচ্যুতি, ব্যাপক মূল্যবৃদ্ধি এবং কোভিড–১৯–এর দৈনন্দিন আক্রমণ ও মৃত্যুর ঘটনায় দেশের সাধারণ মানুষের জীবন যখন বিপর্যস্ত, তখন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার লকডাউন পরিস্থিতির সুযোগ নিয়ে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে আক্রমণ নামিয়ে আনছে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন ব্যাপক ভাবে কমে তলানিতে চলে গেছে, কেন্দ্রীয় সরকার তখন পেট্রোল–ডিজেল ও রান্নার গ্যাসের দাম ক্রমাগত বিপুল ভাবে বাড়িয়ে চলেছে৷ এবার গ্রাম এমনকি শহরের দরিদ্র পরিবারগুলির অত্যন্ত প্রয়োজনীয় কেরোসিনের দামও এক ধাক্কায় ৫৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হল৷

আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখে কেন্দ্রীয় সরকার একদিকে ৮০ কোটি দেশবাসীকে তিন মাসের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করছে, অন্যদিকে সমস্ত দিক থেকে জনসাধারণকে বিরামহীন ভাবে পেষণ করে চলেছে৷ পাশাপাশি জনস্বার্থ লংঘন করে কৃষি, খনি, রেল সহ অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলির ব্যাপক বেসরকারিকরণের প্রক্রিয়াকে দ্রুততর করছে৷

সরকারের এই জনস্বার্থবিরোধী পদক্ষেপ ও নীতিগুলির বিরুদ্ধে দুর্দশাগ্রস্ত জনসাধারণকে ঐক্যবদ্ধ প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তিনি৷