২৭ মার্চ হঠাৎ খবর এল মুর্শিদাবাদ জেলার নওদাপাড়া অঞ্চলের ৫০০-এর বেশি শ্রমজীবী মানুষ কেরালার এর্নাকুলাম জেলার প্রেমবুরা এলাকায় খাদ্য-পানীয় জল না পেয়ে দিন কাটাচ্ছেন। ওঁরা পরিযায়ী মজুর বা মাইগ্রেন্ট লেবার। ওখানে একটা গোডাউন ভাড়া নিয়ে থাকেন। মুর্শিদাবাদ জেলার কমরেডরা কলকাতায় রাজ্য দপ্তরে জানাতেই এর্নাকুলাম জেলা সম্পাদক কমরেড টি কে সুধীর কুমারকে তা জানানো হয়। তিনি তৎক্ষণাৎ গোডাউনের মালিকের সাথে ফোনে কথা বলেন। অঞ্চলের কমরেডরা সেখানে উপস্থিত হন। প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেন। নিকটবর্তী কমিউনিটি কিচেন থেকে তাদের খাওয়ানোর ব্যবস্থা হয়। কমরেডরা কয়েক দিন চলার মতো পাঁউরুটি, কলা ইত্যাদি কিনে দিয়ে আসেন।