Breaking News

কেরালায় লাগাতার ধরনায় আশাকর্মীরা

কেরালায় এআইইউটিইউসি অনুমোদিত আশা হেলথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের ডাকে ১০ ফেব্রুয়ারি থেকে রাজ্য সচিবালয়ের সামনে লাগাতার ধরনায় শামিল হয়েছেন হাজার হাজার আশাকর্মী। তাঁদের দাবি, রাজ্যের ন্যূনতম মজুরির সঙ্গে সমতা রেখে আশাকর্মীদের সাম্মানিক ২১ হাজার টাকা করতে হবে, অবসরপ্রাপ্তদের ৫ লক্ষ টাকা দিতে হবে এবং তা না দিয়ে কোনও কর্মীর অবসর ঘোষণা করা চলবে না, আশাকর্মীদের উপর দায়িত্বের প্রবল চাপ কমাতে হবে প্রভৃতি। সংগঠনের রাজ্য সভাপতি ভি কে সদানন্দম, সাধারণ সম্পাদক এম এ বিন্দু ও রাজ্য সহসভাপতি এস মিনি সহ নেতৃবৃন্দের আহ্বানে এই ধরনায় যোগ দিয়েছেন হাজার হাজার আশাকর্মী।