এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৩ জুন এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি দীর্ঘকাল আগেই অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ–ফেল প্রথা তুলে দেওয়ার ফলে এ দেশে কোটি কোটি ছাত্রছাত্রীর শিক্ষাজীবন চরম ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এর বিরুদ্ধে আমাদের দল এস ইউ সি আই (সি) এবং দল পরিচালিত সংগঠনগুলি বিশেষ করে শিক্ষক–অভিভাবক এবং ছাত্রসমাজ প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল ফিরিয়ে আনার দাবিতে গণআন্দোলন গড়ে তুলেছে৷ এর চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে, তাঁরা পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ–ফেল চালু করবেন৷ এই ঘোষণা নিঃসন্দেহে গণআন্দোলনের আংশিক জয়৷ কিন্তু এর দ্বারা মূল শিক্ষা সমস্যার সমাধান হবে না, যতক্ষণ পর্যন্ত না প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল পুনঃপ্রবর্তন করা হচ্ছে৷ আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি, প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল প্রথা ফিরিয়ে আনা হোক৷ শিক্ষক–ছাত্র-অভিভাবকদের কাছে আমাদের আবেদন, তারা যেন এই দাবিতে দেশের সর্বত্র আন্দোলন অব্যাহত রাখেন৷
(৭০ বর্ষ ৪২ সংখ্যা ৭জুন, ২০১৮)