কেওনঝড়ে জনজীবনের দাবি নিয়ে এস ইউ সি আই (সি)–র বিশাল মিছিল
কেওনঝড় স্টেডিয়ামের আধুনিকীকরণ, দীর্ঘদিন দখলে থাকা জমির পাট্টা প্রদান, আদিবাসীদের বনভূমির পাট্টা প্রদান, প্রকৃত প্রাপকদের রেশন কার্ড দেওয়া, কেওনঝড় জেলা হাসপাতালে ডাক্তার ও নার্স নিয়োগ, কৃষিঋণ মকুব, ধানের দাম কুইন্টাল প্রতি ৩০০০ টাকা করা, কৃষি জমিতে সেচের ব্যবস্থা প্রভৃতি দাবিতে ১৬ নভেম্বর এক বিশাল মিছিল কেওনঝড় কালেকটরের দপ্তরে পৌঁছায় এবং দাবিপত্র পেশ করা হয়৷
সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য কমরেডস রঘুনাথ দাস, প্রকাশ মল্লিক এবং বিজয়ানন্দ মল্লিক৷