পূর্ব মেদিনীপুর : কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন ও বিদ্যুৎ আইন-২০২০ বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের সংগ্রামী আন্দোলনের প্রশ্নতি সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নানা কর্মসূচি পালিত হয়। অল ইন্ডিয়া কিসান-খেতমজদুর সংগঠনের পক্ষ থেকে তমলুক ও কাঁথি শহরে ২১-২৩ ডিসেম্বর ধরনা অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর প্রতীকী অনশন করেন সংগঠনের নেতৃবৃন্দ। তিন দিনের ধরনা মঞ্চে এআইএমএসএস, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক ফ্রন্ট সহ বিভিন্ন গণসংগঠনের পক্ষে কৃষক নেতৃবৃন্দকে সম্বর্ধনা জানানো হয়। নেতৃবৃন্দ আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
কোচবিহার : ২৬ ডিসেম্বর জেলার জামালদহ বাজারে কৃষক সমাবেশ করল অল ইন্ডিয়া কিসান-খেতমজদুর় সংগঠন। সমাবেশে প্রধান বক্তা সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রুহুল আমিন সরকার, আম্বানি-আদানিদের স্বার্থে আনা কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে যে মহতী কৃষক আন্দোলন হচ্ছে তার প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
২৩ ডিসেম্বর দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কোচবিহারের চ্যাংড়াবান্ধা বাজারে অল ইন্ডিয়া কিষান-খেতমজদুর সংগঠনের ডাকে অবস্থান বিক্ষোভ হয়। বক্তব্য রাখেন কোচবিহার জেলা কমিটির সদস্য মানিক বর্মন ও মেখলিগঞ্জ ব্লক সম্পাদক জগদীশ অধিকারী।
মশাল মিছিল : আম্বানি-আদানিদের স্বার্থে রচিত সর্বনাশা কৃষি আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ২৫ ডিসেম্বর মেখলিগঞ্জ শহরে মশাল মিছিল করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। মিছিলে অবিলম্বে কালা কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলে ধরেন সংগঠনের নেত্রী ফুলমতি রায়, জ্যোতিকা রায় প্রমুখ। দিল্লিতে যে লক্ষ লক্ষ চাষি গত এক মাস ধরে শীতের প্রবল ঠাণ্ডা উত্তরপেক্ষা করে অসমসাহসী লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই সংগ্রামী চাষিদের তাঁরা রক্তিম অভিনন্দন জানান।
পশ্চিম মেদিনীপুর : দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে ২৩ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের বেলদায় গান্ধি পার্কে অনশনে বসেন কিষাণ খেতমজুর সংগঠনের সদস্যরা। মঞ্চ থেকে বক্তারা কৃষি আইনের বিরোধিতা করে বক্তব্য রাখেন। ভার্চুয়াল বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক পঞ্চানন প্রশ্নধান। উত্তরপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, সভাপতি সূর্য পড়িয়া, তুষার জানা, স্বদেশ পড়িয়া, প্রদীপ দাস সহ আরও অনেকে।
উত্তর দিনাজপুর : জেলার গোয়ালপোখর ব্লকের সাহাপুর বাজার চকে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে ২১ ডিসেম্বর ধরনা হয়। প্রথমে শহিদ বেদিতে মাল্যদান এবং নীরবতা পালন করা হয়। এরপর বক্তারা বিশ্লেষণ করে দেখান, নতুন কৃষি আইন কী ভাবে সারা দেশের কৃষক সহ আমজনতার সর্বনাশ করবে। বক্তব্য রাখেন, এআইকেকেএমএস-এর গোয়ালপোখর লোকাল কমিটির ইনচার্জ কমরেড নির্মল সরকার, কমরেড নবীন চন্দ্র সিংহ, ফনেশ সিংহ, রুবিনা খাতুন, এস ইউ সি আই (সি) জেলা সম্পাদক কমরেড দুলাল রাজবংশী প্রশ্নমুখ।
জলপাইগুড়ি : এ আই কে কে এম এস-এর উত্তরদ্যোগে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে অনশন কর্মসূচি পালন করা হয় ২৩ ডিসেম্বর।
অনশন মঞ্চে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাধিপতি সুরেশ রায়, সম্পাদক হরিভক্ত সর্দার, এ আই ইউ টি ইউ সি-র জেলা সভাপতি সুব্রত গুপ্ত প্রমুখ।