কৃষি আইন এবং বিদ্যুৎ বিল-২০২০-র বিরুদ্ধে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষকের যে ঐতিহাসিক আন্দোলন চলছে তার প্রতি সংহতি জানিয়ে এআইইউটিইউসি-র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ১১ জানুয়ারি জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন হয়, আইনের প্রতিলিপি পোড়ানো হয়। অগ্নিসংযোগ করেন এআইইউটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সভাপতি গৌরীশঙ্কর দাস।
বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক পূর্ণচন্দ্র বেরা এবং জেলা কমিটির অন্যতম সদস্য দীনেশ চন্দ্র মেইকাপ। বক্তারা বলেন, কৃষকদের সর্বনাশ করে কর্পোরেটের স্বার্থ রক্ষা করার মতলব থেকেই যে কৃষি নীতি তা কৃষকদের বুঝতে কোনও অসুবিধা হয়নি। লেবার কোড, শিক্ষানীতি-২০২০, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি সম্পত্তি বেসরকারিকরণের বিরুদ্ধেও সর্বস্তরে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।