কৃষিঋণ মকুবের দাবিতে ৪ জানুয়ারি কোচবিহারের আলু–পাট–ধান চাষি সংগ্রাম কমিটির পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল এবং জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয়৷
কমিটির সম্পাদক নৃপেন কার্যি বলেন, একাধিক রাজ্যে কৃষকদের ঋণ মকুব করা হয়েছে৷ এ রাজ্যেও আমরা দু’লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের দাবি জানাচ্ছি৷ কমিটির আরও দাবি, কৃষি ফসলের লাভজনক দাম দিতে হবে, কেন্দ্র ও রাজ্য সরকারকে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করে ক্রয়–বিক্রয় কেন্দ্র খুলে সরাসরি চাষিদের থেকে ফসল কিনতে হবে, সার বীজ কীটনাশক সেচ বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে কৃষকদের সরবরাহ করতে হবে, কৃষিবিমা প্রকল্পের সময়সীমা আরও এক মাস বাড়াতে হবে৷