70 Year 29 Issue 9 March 2018
২৬ ফেব্রুয়ারি নদিয়ার করিমপুর ২ নং ব্লকে রাস্তা সংস্কার, আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ, কৃষি–ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম, গরিব মানুষের দৈনিক কাজ ও ন্যায্য মজুরি, এই শিক্ষাবর্ষেই প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু ইত্যাদি দাবিতে এস ইউ সি আই (সি)–র নেতৃত্বে শতাধিক মানুষ মহিষবাথান বাসস্ট্যান্ডে জমায়েত হন৷ সেখানে সংক্ষিপ্ত সভার পর মিছিল করে তাঁরা বিডিও অফিসে যান৷ পার্টির লোকাল সম্পাদক কমরেড আব্বাস আলির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিডিও কে স্মারকলিপি দেন৷ বিডিও তাঁর এক্তিয়ারভুক্ত বিষয়গুলি যেমন হাগনা গাড়ি মোড় থেকে আমতলা ঘাট পর্যন্ত ৭ কি মি রাস্তা সংস্কারের কাজ এই মার্চ থেকে শুরু করা এবং ধোড়াদহ অঞ্চলের সাহেব পাড়া গ্রামে পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন৷ বিডিও অফিসের বাইরে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেড ধনপতি মণ্ডল ও কমরেড হানারুল আনসারি৷
২৮ ফেব্রুয়ারি নাকাশিপাড়া ব্লকেও ডেপুটেশন দেওয়া হয়৷ দলের নাকাশিপাড়া লোকাল ইনচার্জ কমরেড কৃষ্ণচন্দ্র দেবনাথের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বিডিও বেথুয়াডহরি হাসপাতালের উন্নয়ন, চিচুড়িয়া–বান্দাখোলা ভায়া মালুমগাছা রাস্তা নির্মাণের দাবি দুটি মেনে নিয়ে দ্রুত কার্যকরী করার প্রতিশ্রুতি দেন৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) জেলা কমিটির সদস্য কমরেড মসিকুর রহমান৷
কৃষি–ঋণ মকুব, ভুতুড়ে বিদ্যুৎ বিল বাতিল, ১০০ দিনের কাজের বকেয়া পাওনা মেটানো, প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল চালু, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন দাবিতে ৮ মার্চ তেহট্ট–২ ব্লক কমিটির উদ্যোগে শতাধিক মানুষ বিক্ষোভ দেখান (ছবি)৷ তেহট্ট–২ ব্লক প্রতিনিধিরা বিডিও–র কাছে দাবিপত্র পেশ করেন৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের নদিয়া জেলা কমিটির সদস্য কমরেড মহিউদ্দিন মান্নান সহ অন্যান্যরা৷