কেন্দ্রের ও মধ্যপ্রদেশে বিজেপি সরকারের কৃষক-শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ২৬ নভেম্বর গুনা শহরে ধরনার ডাক দিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন। কৃষক সংগঠনগুলির সাথে এআইইউটিইউসি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন এতে যোগ দেয়। ধরনা মঞ্চ সঞ্চালনার দায়িত্ব পালন করেন এআইইউটিইউসি-র রাজ্য সভাপতি কমরেড লোকেশ শর্মা।