আপনারা যদি সঠিক রাজনীতিটা বোঝবার চেষ্টা না করেন, মেহনতি মানুষের সঠিক দল চিনতে রাজনীতির চর্চা না করেন, তাহলে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলতে পারবেন না– ১৪ মার্চ জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদনে সারা দেশ থেকে আগত সংগ্রামী কৃষক প্রতিনিধিদের উদ্দেশে বললেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইনসঙ্গত করা, খাদ্যদ্রব্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু, বিদ্যুৎ বিল–২০২২ বাতিল, বেসরকারিকরণ বন্ধ , সস্তায় বীজ–কীটনাশক সরবরাহ ও কৃষি-মজুরের সারা বছরের কাজের দাবিতে দেশব্যাপী কৃষক ও খেতমজদুর আন্দোলনকে শক্তিশালী করতে ১১ থেকে ১৪ মার্চ এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হল কৃষক আন্দোলনের ঐতিহ্যবাহী দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর শহরে৷ সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমরেড প্রভাস ঘোষ৷
সম্মেলনের প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কিছু তথাকথিত শিক্ষিত বাবুর বড় বড় কথা, খবরের কাগজ আর টিভির প্রচারকে রাজনীতি বলে বুঝলে গরিব মানুষ বারবার ঠকবে৷ দেশে শোষক-শোষিত দুই ধরনের শ্রেণির দুই ধরনের রাজনীতি আছে৷ শোষিত মানুষের মুক্তির দিশা যে সঠিক পার্টি দেখায়, গরিব মানুষকে রাজনীতিটা বুঝতে হবে তারই কাছ থেকে৷ তিনি বলেন, দেশের শোষিত গরিব মেহনতি মানুষ, ছোট ও ভূমিহীন চাষি এবং কৃষি মজুরদের জীবনের যাবতীয় দুর্দশার একমাত্র কারণ এই পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা৷ এর বিরুদ্ধে দেশব্যাপী শক্তিশালী কৃষক-খেতমজুর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি৷
সম্মেলনে দেশের ২২টি রাজ্যের প্রায় এক হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ ১১ মার্চ হাওড়ার শরৎ সদনে আন্তর্জাতিক সেমিনার হয়৷ সম্মেলন থেকে সর্বভারতীয় সভাপতি হিসাবে কমরেড সত্যবান এবং সাধারণ সম্পাদক হিসাবে কমরেড শঙ্কর ঘোষ পুনর্নির্বাচিত হন এবং ১৪৯ জনের কমিটি ও সর্বভারতীয় কাউন্সিল গঠিত হয়৷