Breaking News

কৃষক আন্দোলনের সমর্থনে রাজ্যে রাজ্যে ধরনা মঞ্চ

বাঙ্গালোর : কর্ণাটকের বাঙ্গালোরে মৌর্য সার্কেলে অনুষ্ঠিত হল কৃষক ধরনা মঞ্চ। রাইথা কৃষি কর্মীকারা সংগঠন (আর কে এস)-এর উদ্যোগে এই ধরনার চতুর্থ দিনে বক্তব্য রাখেন সমাজকর্মী পিএ মালেশ, এস আর হিরেমাত এবং সংগঠনের রাজ্য সম্পাদক এইচ ভি দিবাকর। মোদি সরকারকে দাবি মানতে বাধ্য করার জন্য আন্দোলন দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত করার আহ্বান জানান তারা।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৪ সংখ্যা_২৫ ডিসেম্বর, ২০২০)

ছত্তিসগড়

 

আসানসোল, পশ্চিমবঙ্গ