Breaking News

কৃষকদের সমর্থনে সংহতি সপ্তাহ পালনের ডাক অ্যাবেকার

 

অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)-র সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী ৪ ডিসেম্বর এক বিবৃতিতে কৃষক আন্দোলনে বিজেপি সরকারের দমন নীতির তীব্র নিন্দা করেন। তিনি বলেন, কৃষি আইন বাতিল ছাড়াও জনবিরোধী বিদ্যুৎ আইন (সংশোধনী) বিল প্রত্যাহারও এই আন্দোলনের অন্যতম দাবি। তিনি বলেন, এই জনবিরোধী বিদ্যুৎ বিলের বিরুদ্ধে অ্যাবেকার পক্ষ থেকে সব রাজ্য সরকারের কাছে প্রতিবাদপত্র পাঠিয়ে ছিলাম। অ্যাসোসিয়েশন এই ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করে ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ‘সংহতি সপ্তাহ’ পালনের জন্য পশ্চিমবাংলার বিদ্যুৎগ্রাহকদের প্রতি আহ্বান জানাচ্ছে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১২ সংখ্যা_১১ ডিসেম্বর, ২০২০)