Breaking News

কুলতলিতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

 

পরিযায়ী শ্রমিক সমিতি, কুলতলি ব্লক কমিটির উদ্যোগে দক্ষিণ ২৪ পরগণার কুলতলি ব্লক অফিসের সামনে ১৯ নভেম্বর বিক্ষোভ দেখান প্রায় দু’হাজার পরিযায়ী শ্রমিক। ডেপুটেশনও দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি ভাবে নথিভুক্তিকরণ, বিনামূল্যে খাদ্য, সকল শ্রমিকের কাজ, অন্যথায় মাসিক ৭৫০০ টাকা ভাতা প্রদান, জব কার্ড প্রদান সহ একগুচ্ছ দাবি নিয়ে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে শ্রমজীবী মানুষ উপস্থিত হয়েছিলেন। মূল আলোচক ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড জয়ন্ত সাহা। এছাড়া বক্তব্য রাখেন জেলা ইনচার্জ কমরেড শ্যামল প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। কমরেড অমল সাহুর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ব্লক আধিকারিকের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১১ সংখ্যা_২৭ নভেম্বর, ২০২০)