কুকুরের আক্রমণ থেকে নার্সদের বাঁচাতে কর্তৃপক্ষ কোনও দায়িত্বই পালন করেনি

 

এন আর এস মেডিকেল কলেজে ১৬টি কুকুর হত্যার নিন্দা করে সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস ১৫ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, কয়েকজন নার্সের উপর দোষ চাপিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা কর্পোরেশন যেভাবে দায় এড়াচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়৷

তিনি বলেন, বেশ কয়েক সপ্তাহ জুড়ে এন আর এস মেডিকেল কলেজের নার্সিং ছাত্রীরা কুকুরের কামড় ও আক্রমণে অতিষ্ঠ হয়ে আছেন৷ একজন ইন্টার্ন (নার্সিং) গত ডিসেম্বরে  কুকুরের আক্রমণে হস্টেলের তিনতলা থেকে ঝাঁপ দেন এবং গুরুতর আহত হন৷ কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা সমস্যা সমাধানের পরিবর্তে তা ধামাচাপা দেন৷ ঘটনার পরেই ছাত্রীরা প্রিন্সিপাল সহ আধিকারিকদের ডেপুটেশন দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷ তা সত্ত্বেও কর্তৃপক্ষের ঘুম ভাঙেনি৷ কুকুরের নির্বীজকরণ, টিকাদান সহ যা যা করণীয় ছিল কিছুই পুরসভা বা হাসপাতাল কর্তৃপক্ষ করেনি৷ এর দায় কি কর্তৃপক্ষ এড়াতে পারেন? আমরা এস ডি এফ–এর পক্ষ থেকে সমগ্র ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি৷

১৭ জানুয়ারি আর এক বিবৃতিতে তিনি বলেন, রাজ্যের হাসপাতালগুলোতে যত্রতত্র কুকুর, বিড়াল, শুয়োর ইত্যাদি পশুর অবাধ বিচরণ চলছে৷ হাসপাতালের ওয়ার্ডের ভিতরে এমনকী রোগীর শয্যার উপরেও এসব প্রাণীদের অবস্থান করতে দেখা যাচ্ছে, এমনকী রোগীদের খাবার খেয়ে নেওয়া, রোগীদের কামড়ে দেওয়া, আঁচড়ে দেওয়া বারংবার ঘটে চলছে৷ এসব সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর এবং পুরসভার কর্তারা নির্বিকার৷ নিয়ম হল, স্বাস্থ্য কর্তাদের সুপারিশ মতো পুরসভার কর্তারা নিয়মিতভাবে হাসপাতাল থেকে কুকুর–বিড়াল ধরে নিয়ে তাদের নির্বীজকরণ করবে যাতে বংশ বিস্তার ঘটতে না পারে৷ পাশাপাশি কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে৷ যাতে মানুষকে কামড়ালেও মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত না হয়৷ কিন্তু দুঃখের হলেও সত্য অত্যন্ত প্রয়োজনীয় এই কাজগুলি পুরসভাগুলি দীর্ঘদিন ধরে করছে না৷ এ ব্যাপারে স্বাস্থ্য কর্তাদেরও তৎপর হতে দেখা যায়নি৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ এবং অবিলম্বে হাসপাতালগুলিতে কুকুর–বিড়াল নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক যে সব ব্যবস্থা রয়েছে তা কার্যকর করার দাবি জানাচ্ছি৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৪ সংখ্যা)