সিএএ এবং এনআরসি বাতিল ও কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে ১-২ মার্চ কিষান মার্চ-এর ডাক দিয়েছে অল ইন্ডিয়া কিষান খেতমজুর সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। জয়নগর থেকে কলকাতা, মেচেদা থেকে কলকাতা, হাবড়া থেকে কলকাতা এবং জলপাইগুড়ি থেকে উত্তরকন্যা পর্যন্ত এই কর্মসূচি সফল করতে রাজ্যজুড়ে কৃষকদের সংগঠিত করছে কেকেএমএস।
১৩ ফেব্রুয়ারি কোচবিহারের ধাপরাহাটে এই উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড রুহুল আমিন। উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক নেতা কমরেডস প্রফুল্ল রায়, মলিন সিংহ সরকার। কমরেড আমিন ক্ষোভের সাথে বলেন, পূর্বতন কংগ্রেস সরকারের মতোই বর্তমান বিজেপি সরকার কৃষক সমস্যা সমাধানের পরিবর্তে ফাঁকা প্রতিশ্রুতিই দিয়ে চলেছে। সিপিএমের ৩৪ বছরের শাসনে কৃষক আত্মহত্যা, ফসলের ন্যায্য দাম না পাওয়া, ব্যাপক পঞ্চায়েতী দুর্নীতি ইত্যাদির উল্লেখ করে তিনি বলেন তৃণমূল শাসনেও একই জিনিস লক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, ভোট আর সরকার বদলের চক্রে এই সংকট থেকে মুক্তি নেই। চাই নিচুতলা থেকে প্রবল আন্দোলন। শাহিনবাগ আন্দোলনকে স্যালুট জানিয়ে তিনি বলেন, এই অবস্থান দেখাল গণআন্দোলনের কী অপরিসীম শক্তি। গণআন্দোলনের পথেই কৃষকদের দাবি আদায়ের জন্য তিনি কিষান মার্চ সফল করার আহ্বান জানান।