
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাকে অজুহাত করে জনজীবনের সমস্যাগুলি থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরির অপচেষ্টার বিরুদ্ধে ২৯ এপ্রিল রাজ্য জুড়ে দলের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। বাঁকুড়াঃ এ দিন বাঁকুড়া শহরে মিছিল ও পথসভা হয়। বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য ও বাঁকুড়া জেলা সম্পাদক কমরেড জয়দেব পাল।
জলপাইগুড়িঃ ধূপগুড়ি এবং জলপাইগুড়ি শহরে সম্প্রীতি মিছিল হয় এসইউসিআই(সি)-র উদ্যোগে। জলপাইগুড়ি শহরের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক কমরেড সুজিত ঘোষ, জেলা কমিটির সদস্য ও জলপাইগুড়ি শহর ১-লোকাল ও ২-লোকালের সম্পাদক কমরেডস সুজয় লোধ, মনোতোষ প্রামাণিক প্রমুখ নেতৃবৃন্দ।