কালা শ্রমকোড বাতিল, সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণ রোধ, ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ ও ঠিকা প্রথা রদ, স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি, অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ সহ নানা দাবিতে এ আই ইউ টি ইউ সি-র ডাকে ১৫-২১ ডিসেম্বর দেশব্যাপী দাবি সপ্তাহ পালিত হয়। এ রাজ্যের বিভিন্ন জেলা-মহকুমা-ব্লকে বিভিন্ন সেক্টরের পক্ষ থেকে ডেপুটেশন-মিছিল-অবরোধ সংঘটিত হয়। ২১ ডিসেম্বর সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে রাজ্যপাল ও রাজ্য শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশনের কর্মসূচি হয়। এই দিন শ্রমিকরা সুবোধ মল্লিক স্কোয়ারে এক সভায় রেল, ইস্পাত, বিদ্যুৎ, চা, স্কিম, পরিবহণ ইত্যাদি সেক্টর থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে এক সুসজ্জিত মিছিল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে পৌঁছলে সেখানে রাস্তা অবরোধ করে কালা শ্রম কোডের প্রতিলিপি পোড়ানো হয়। প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস। সংগঠনের সহসভাপতি কমরেড দিলীপ ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য শ্রমমন্ত্রীর কাছে এবং অন্যতম সহ-সভাপতি কমরেড শান্তি ঘোষের নেতৃত্বে আর এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন। শ্রমমন্ত্রী মলয় ঘটকের সাথে দাবিপত্র নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে দাবি পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।