মুর্শিদাবাদ–কান্দি ১১ নং রাজ্য সড়কের উপর রণগ্রাম ব্রিজ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ সম্পন্ন করা ও পাশে পরিবর্ত ব্রিজ তৈরির কাজ দ্রুত শুরু করার দাবিতে এস ইউ সি আই (সি) কান্দি লোকাল কমিটির উদ্যোগে কান্দি, রণগ্রাম ব্রিজ, ভবানীপুর, পুরন্দরপুর সহ কান্দি মহকুমার বিভিন্ন এলাকায় পথসভা, পোস্টারিং, মাইক প্রচারের মাধ্যমে জনগণকে সংগঠিত করে ১৭ জুন কান্দি মহকুমাশাসক ও কান্দি পি ডব্লিউ ডি দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি দেওয়া হয়৷