কাজ ও রেশনের দাবিতে পরিযায়ী শ্রমিক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে জেলা জুড়ে বিক্ষোভ সংগঠিত করছেন পরিযায়ী শ্রমিকরা৷ পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও চলছে বিক্ষোভ–ডেপুটেশন৷ ২২ জুন নারায়ণগড় ব্লকে পাঁচশোরও বেশি পরিযায়ী শ্রমিক বিক্ষোভ দেখান৷ তাঁরা বিডিও–র কাছে আবেদনপত্র জমা দেন৷ দাবি মেনে বিডিও তাঁদের ১০ কিলো চাল ও ছোলা দেন৷ ২৯ জুন কেশিয়াড়ী ব্লকের তিনশোরও বেশি শ্রমিক কাজ ও রেশনের দাবিতে বিডিও–র কাছে ডেপুটেশন দেন৷ ২৯ জুন বিক্ষোভ দেখান সবং ব্লকের চারশোর বেশি পরিযায়ী শ্রমিক৷ ২ জুলাই দাঁতন ব্লকে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
২৯ জুন ঝাড়গ্রাম শহরে জেলার দুই শতাধিক পরিযায়ী শ্রমিক মিছিল করে জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন৷ জেলাশাসক কাজ ও রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁদের৷ ১ জুলাই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকে শতাধিক শ্রমিক বিক্ষোভে সামিল হন৷ ২ জুলাই বিনপুর ১নং ব্লকে লালগড় বিডিও দপ্তরে পরিযায়ী শ্রমিকরা ডেপুটেশন দেন৷ প্রথমে ডেপুটেশন নিতে না চাইলেও পরে বিডিও ঘোষণা করেন, সমস্ত পরিযায়ী শ্রমিককে রেশন ও একশো দিনের কাজ দেওয়া হবে৷ কেন্দ্রীয় সরকারের গরিব অভিযান প্রকল্পে দেশের সমস্ত শ্রমিককে অন্তর্ভুক্ত করা ও সারা বছর কাজের দাবিতেও আন্দোলন চালাচ্ছেন শ্রমিকরা৷
কৃষ্ণনগর : কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী আইন সংশোধনের প্রতিবাদে, রেল, কয়লা সহ রাষ্ট্রায়ত্ত শিল্প–কলকারখানা বেসরকারিকরণ করার প্রতিবাদে, কাজ না পাওয়া পর্যন্ত পরিযায়ী শ্রমিক সহ সমস্ত শ্রমজীবী মানুষকে মাসিক সাডে সাত হাজার টাকা অনুদান ও অন্যান্য দাবিতে ৩ জুলাই নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে সদরের মোড়ে শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি–র পক্ষ থেকে বিক্ষোভ সভা হয়৷ বক্তব্য রাখেন সংগঠনের নদীয়া জেলা সভাপতি দীপক চৌধুরী এবং সম্পাদক প্রবীর দে৷
কেশিয়াড়ী : পরিযায়ী শ্রমিক সমিতি (পশ্চিমবঙ্গ)–এর উদ্যোগে রেশনে পরিযায়ী শ্রমিকদের খাদ্যদ্রব্য দেওয়ার বিষয়ে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াডী ব্লকে৷ ২৯ জুন এই ব্লকের বিভিন্ন অঞ্চলের পরিযায়ী শ্রমিকরা ফর্ম পূরণ করে ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরে আবেদনপত্র জমা দেন৷
এর আগে ২৫ জুন বিডিওর কাছে রেশন ও কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ রোজগার প্রকল্পে ব্লকের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার আবেদন জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে৷ আবেদন মতো পরিযায়ী শ্রমিকেরা সকলেই রেশন পাবেন বলে জানিয়েছে ব্লক প্রশাসন৷ কাজ না দেওয়া পর্যন্ত মাসে ৭৫০০ হাজার টাকা ভাতা, সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করা ও রেশন দেওয়ার দাবিও এ দিন জানানো হয়৷ সংগঠনের নেতৃত্বে তাঁরা দাবি তুলেছেন, এ রাজ্যে সারা বছর কাজ দিতে হবে৷