Breaking News

কাজের দাবিতে যুব বিক্ষোভ

কলকাতা

শূন্যপদে স্থায়ী নিয়োগ, এসএসসি চালু, যুবশ্রীদের স্থায়ী কাজ, মদের ব্যবসা বন্ধ, পরিযায়ী শ্রমিকদের কাজ বা ৭,৫০০ টাকা ভাতার দাবিতে ১৬ অক্টোবর জেলায় জেলায় ডিওয়াইও-র নেতৃত্বে যুবকেরা বিক্ষোভ দেখান। কলকাতায় রাজ্যপালকে ও অন্যান্য জেলায় জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সুসজ্জিত মিছিল শুরু হয়ে ধর্মতলায় শেষ হয়। সেখানে এনআরএ-র প্রতিলিপি পোড়ানো হয়। এই কর্মসূচিতে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলির যুবকর্মীরা উপস্থিত ছিলেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৯ সংখ্যা_১৭ অক্টোবর, ২০২০)