সকল বেকার যুবক–যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ডপযুক্ত হারে বেকার ভাতা, দরং জেলায় রেললাইন স্থাপন করে রেল পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে আসামে এ আই ডি ওয়াই ও–র দরং জেলা সম্মেলন ৩০ অক্টোবর মঙ্গলদৈ শহরের সাহিত্যসভা ভবনে অনুষ্ঠিত হয়৷ কমরেডস ফুলেন নাথ ও হাতিম আলি এবং কমরেড জিতেন কলিতাকে নিয়ে গঠিত তিন সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ডদ্বোধনী বক্তব্য রাখেন এস ইড সি আই (সি) দরং জেলা কমিটির প্রবীণ সদস্য কমরেড নুরুল ইসলাম৷ বক্তা ছিলেন এ আই ডি ওয়াই ও–র আসাম রাজ্য কমিটির সহ সভাপতি কমরেড জিতেন চলিহা৷
তিনি যুব সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলি সমাধানের লক্ষ্যে ডন্নত নীতি–নৈতিকতার ভিত্তিতে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ বক্তব্য রাখেন সংগঠনের আসাম রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিরিঞ্চি পেগু৷
কমরেড ফুলেন নাথকে সভাপতি, কমরেড মুন কুমার ডেকাকে সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট দরং জেলা কমিটি গঠিত হয়৷