Breaking News

কাকোরির শহিদ স্মরণ

রাজস্থান : ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর শহিদ রামপ্রসাদ বিসমিল ও শহিদ আসফাকাউল্লা খান স্মরণ দিবস উপলক্ষে এ আই ডি এস ও এবং এ আই ডি ওয়াই ও–র উদ্যোগে রাজস্থানের জয়পুরে ২০ ডিসেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়৷ বক্তারা কাকোরি ষড়যন্ত্র মামলার শহিদদের সংগ্রাম এবং তাঁদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের কথা তুলে ধরেন৷ এ ছাড়া রাজস্থানে হিন্দুত্ববাদী শম্ভুলাল রাগার কর্তৃক নিরীহ মহম্মদ আফরাজুলের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়৷

দুরগ : ২১ ডিসেম্বর মহান বিপ্লবী আসফাক উল্লা খান, রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী এবং ঠাকুর রোশন সিংহের শহিদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয় ছত্তিশগড়ের দুরগে৷ এ আই ডি ওয়াই ও এবং এ আই ডি এস ও–র সদস্যরা মাল্যদান করে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ এই উপলক্ষে এক সভায় সংগঠনের সদস্যরা বিপ্লবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের নৈতিক ও সাংসৃক্তিক মান উন্নত করার অঙ্গীকার করেন৷