কাকদ্বীপে দলের অফিস উদ্বোধন

দক্ষিণ ২৪ পরগণায় এসইউসিআই(সি)-র কাকদ্বীপ সাংগঠনিক জেলা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হল কাকদ্বীপ শহরে। দলের প্রবীণ সংগঠক প্রয়াত কমরেড সুধীর বেতালের দান করে যাওয়া বাড়ি এবং জমির ওপর দলের কর্মী-সংগঠকদের অক্লান্ত পরিশ্রম ও জনসাধারণের দু’হাত ভরা অর্থসাহায্যের ভিত্তিতে তা নব রূপ পেল। অনুষ্ঠানের শুরুতেই সুধীর বেতাল স্মৃতি ভবন ফলকের আবরণ উন্মোচন ও রক্তপতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক, পলিটবুুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য।

সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নন্দ কুণ্ডু ও কমরেড সুব্রত গৌড়ী, রাজ্য কমিটির সদস্য কমরেড মাদার আলী লস্কর, কমরেড জীবন দাস ও অনুষ্ঠানের সভাপতি এবং কাকদ্বীপ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড সুজিত পাত্র।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো কর্মী-সমর্থক হাজির হয়েছিলেন প্রিয় দলের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে। কমরেড শিবদাস ঘোষ স্মরণে রচিত সঙ্গীত পরিবেশিত হয়। এরপর কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য অফিসের প্রয়োজনীয়তা ও কমরেডদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

কমরেড শিবদাস ঘোষের চিন্তাকে পাথেয় করে মহান সমাজতান্ত্রিক বিপ্লব ত্বরান্বিত করতে এই অফিস এবং কর্মী-সমর্থক সহ সকল জনগণ যাতে উপযুক্ত ভূমিকা পালন করেন, তিনি তার আবেদন রাখেন। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘটে।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৪ সংখ্যা ৪-১০ এপ্রিল ২০২৫  প্রকাশিত