২৭ সেপ্টেম্বর কাঁথি বিডিও অফিসে বিক্ষোভ দেখাল এস ইউ সি আই (সি)৷
অবিলম্বে রাস্তা সংস্কার, সাতমাইল ব্রিজ পুননির্মাণ, পানীয় জলের সংকট ও জল নিকাশী সমস্যার সমাধান, কাজু ও বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি, মোটরভ্যান চালকদের লাইসেন্স প্রদান, জুনপুটে মৎস্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কেন্দ্র স্থাপন, প্রকৃত প্রাপকদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ফসলের লাভজনক দাম, কৃষি পেনশন প্রভৃতি দাবিতে এবং রেশনে নিম্নমানের চাল সরবরাহ, আবাস যোজনার দুর্নীতি–দলবাজি–মদ প্রসার, হরিপুরে পরমাণু প্রকল্প ইত্যাদির প্রতিবাদে এই বিক্ষোভ হয়৷ তার আগে মিছিল শহর পরিক্রমা করে৷ নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য কমরেড মানস প্রধান৷ স্মারকলিপি পেশ করেন কমরেডস সুশান্ত জানা, দেবদত্ত পণ্ডা, রফিকুল ইসলাম, ইন্দ্রজিৎ পয়ড়া প্রমুখ৷
(৭১ বর্ষ ১০ সংখ্যা ৫ -১১ অক্টোবর, ২০১৮)