কাঁথিতে মহিলা সম্মেলন

১৫ মে কাঁথি শহরে সংহতি হলে প্রায় চার শত মহিলার উপস্থিতিতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মহিলাদের একটি সুসজ্জিত মিছিল হয়। শিক্ষিকা আভা মহাপাত্রকে সভানেত্রী করে ৬ জনের একটি সভাপতিমণ্ডলী সভা পরিচালনা করেন।

মূল প্রস্তাব পাঠ করেন শিক্ষিকা শ্রাবণী পাহাড়ী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদিকা রীতা প্রধান। বক্তব্য রাখেন ১৭ জন প্রতিনিধি। মূল বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত। আমন্ত্রিত বক্তা ছিলেন এসইউসিআই(কমিউনিস্ট)-এর পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক অশোকতরু প্রধান।

সম্মেলন থেকে মিনু বেগমকে সভানেত্রী ও শ্রাবণী পাহাড়ীকে সম্পাদিকা করে ৫৭ জন সদস্য বিশিষ্ট পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটি গঠিত হয়।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪২ সংখ্যা ৩০ মে – ৫ জুন ২০২৫ এ প্রকাশিত