৮ জানুয়ারি নদিয়ার কল্যাণীতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কল্যাণী ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন আন্দোলনে যাঁরা শহিদের মৃত্যু বরণ করেছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। মিড ডে মিল কর্মীরা কাজের নানা সমস্যা ও স্বল্প মজুরিতে কাজ নিয়ে আলোকপাত করেন।
দেবাশিস ব্যানার্জীকে উপদেষ্টা, অঞ্জলী দাসকে সম্পাদিকা ও অঞ্জলী সমাদ্দারকে সভানেত্রী করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। আগামী দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে ১২ মাসের মাইনে পাওয়ার দাবিপত্র শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠানো সহ অন্যান্য কর্মসূচি পালন করার দায়িত্ব সকলে উৎসাহের সাথে গ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত সকলেই আগামী ২৩ জানুয়ারি দেশনায়ক নেতাজি জন্মজয়ন্তী উদযাপনের জন্য তাঁর ছবি সংগ্রহ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের দপ্তর সম্পাদক কমরেড শ্যামল রাম, নদিয়া জেলা এ আই ইউ টি ইউ সি-র সম্পাদক কমরেড প্রবীর দে, এ আই ইউ টি ইউ সি-র উত্তর চব্বিশ পরগণা জেলার নেতা কমরেড বিকাশ দাস।