কলকাতা হাইকোর্টে আইনজীবীদের আন্দোলনের সমর্থনে এস ইউ সি আই (সি)

70 Year 29 Issue 9 March 2018

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু ২৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,

‘‘কলকাতা হাহকোর্টে বিচারপতির শূন্যপদে নিয়োগ এবং স্থায়ী প্রধান বিচারপতির পদ পূরণের দাবিতে আহনজীবীদের সংগঠনগুলি গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করে চলেছে৷ আমাদের দল আহনজীবীদের এহ কর্মবিরতি আন্দোলনকে আন্তরিকভাবে সমর্থন জানাচ্ছে৷

বিচারপতির অভাবে কলকাতা হাহকোর্ট প্রায় অচল অবস্থায়৷ বছরের পর বছর অসংখ্য মামলা বিচারাধীন অবস্থায় পড়ে আছে, তার উপরে প্রতিদিনহ নতুন নতুন মামলা জমছে৷ বর্তমানে কলকাতা হাহকোর্টে বিচারপতির সংখ্যা যা থাকা উচিত তার মাত্র ৩০ শতাংশ আছে৷ সংখ্যাল্পতার কারণে অধিকাংশ বিচারপতিকেহ একদিনে একাধিক মামলা শুনতে হয়৷ অসংখ্য মামলা দিনের পর দিন জমে থাকছে, সাধারণ মানুষের হয়রানি বাড়ছে৷ এহ অবস্থার প্রতিকার চেয়ে আহনজীবী সংগঠনগুলির পক্ষ থেকে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কেন্দ্রীয় আহন মন্ত্রীর সাথে দেখা করে গত ১২ ফেব্রুয়ারি স্মারকলিপি দেওয়া হয়েছিল৷ এরপরও কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও উদ্যোগ না নেওয়ায় আহনজীবী সংগঠনগুলি কর্মবিরতির ডাক দেয়৷ প্রথম দফায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করার পরও কেন্দ্রীয় সরকার উদ্যোগী না হওয়ায় আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে ৫ মার্চ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

আমাদের দাবি, কেন্দ্রীয় সরকারকে কলকাতা হাহকোর্টে আহনজীবীদের ন্যায়সংগত দাবি মেনে নিয়ে এহ অচলাবস্থা দূর করতে অবিলম্বে বিচারপতি এবং স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে৷’’