Breaking News

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষাকর্মীদের ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ


২৫ জানুয়ারি স্নাতকোত্তরে আসন সংখ্যা বৃদ্ধি সহ নানা দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান সাধারণ ছাত্রছাত্রীরা। স্কলারশিপ সহ বিভিন্ন ক্ষেত্রের ফর্ম পূরণ ও বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কাজের জন্য এ দিন তারা ক্যাম্পাসে এসে দেখেন গেট বন্ধ। ফলে গেটে দীর্ঘক্ষণ ছাত্রদের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষাকর্মীরাও অপেক্ষা করতে থাকেন। কিন্তু ক্যাম্পাসের প্রহরীরা ২ ফেব্রুয়ারির পর ছাত্রছাত্রীদের আসার জন্য বলেন। এদিকে ৩১ জানুয়ারি বিভিন্ন স্কলারশিপের ফর্মপূরণের শেষ তারিখ। ফলে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
এআইডিএসও কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এ প্রসঙ্গে এআইডিএসও কলকাতা জেলা সম্পাদক আবু সাঈদ ও সভাপতি সুমন দাস অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটু একটু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে। কর্তৃপক্ষের নানা পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের মান নিম্নগামী হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন-এর সম্পাদক শুভেন্দু মুখার্জী বলেন, বিনা নোটিসে যেভাবে শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য কালিমালিপ্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ের বেসরকারিকরণ ঘটাতেই কর্তৃপক্ষ এমন নজিরবিহীন কাজ করেছেন। কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা যৌথ বিক্ষোভ মিছিল করেন।

গণদাবী ৭৪ বর্ষ ২৫ সংখ্যা ৪ ফেব্রুয়ারি ২০২২