৭ মে এআইডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে সমস্ত ক্যাম্পাসে জেরক্স এবং প্রিন্টিং সেন্টার চালু, আলিপুর ক্যাম্পাসে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন, সব ক্যান্টিনে স্বল্পমূল্যে গুণমানসম্পন্ন খাবার, সব শৌচালয় পরিষ্কার রাখা, পানীয় জলের মেশিন ও লিফট সারানো, সব ক্যাম্পাসে হেলথ সেন্টার চালু ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে রেজিস্ট্রার়কে ঘেরাও করা হয়। ছাত্র বিক্ষোভের চাপে কর্তৃপক্ষ ৫ দফা দাবি মেনে লিখিত নোটিশ দিয়ে ঘোষণা করেন, মে মাসের মধ্যে জরুরি ভিত্তিতে সমস্ত সমস্যার সমাধান করা হবে। সংগঠনের কলকাতা জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান বলেন, ‘এই জয় এআইডিএসও-র নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের জয়। আন্দোলনকারী সমস্ত ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানাই। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এআইডিএসও-র নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে শামিল হওয়ার আহ্বান করছি।’
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত