কমসোমলের উদ্যোগে অনুষ্ঠিত হল কলকাতা জেলা তৃতীয় শিশু-কিশোর উৎসব। ২৯ আগস্ট উদ্বোধন করেন এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সান্টু গুপ্ত। এক সপ্তাহ ধরে অনলাইনে চিত্রাঙ্কন, আবৃত্তি, প্রবন্ধ রচনা, সঙ্গীত, নৃত্য ও শ্রুতি নাটক প্রতিযোগিতায় অংশ নেয় চার শতাধিক শিশু-কিশোর।
১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। বিভিন্ন কিশোর ব্রিগেড থেকে সদস্যরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। বিচারকমণ্ডলীর পক্ষ থেকে প্রতিযোগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা রাখেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন কমসোমলের কলকাতা জেলা সাংগঠনিক কমিটির ইনচার্জ কমরেড বাপি হালদার। প্রতিযোগিতার ফলাফল ঘোষণার আগে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সাংগঠনিক কমিটির ইনচার্জ কমরেড সপ্তর্ষি রায়চৌধুরী। দুই শতাধিক শিশু-কিশোর এই উৎসবে অংশগ্রহণ করে।