বেকার সমস্যা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িক বিদ্বেষ, মদের প্রসার ও অপসংস্কৃতির বিরুদ্ধে ২৭–২৮ জানুয়ারি অল ইন্ডিয়া ডি ওয়াই ও কলকাতা জেলা কমিটির ষষ্ঠ যুব সম্মেলন সফল হল প্রবল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে৷ ২৭ জানুয়ারি মহাবোধি সোসাইটি হলে প্রতিনিধি অধিবেশন ও ২৮ জানুয়ারি হাজরা মোড়ে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়৷ কমরেড সঙ্গীতা ভক্তকে সভাপতি এবং কমরেড সঞ্জয় বিশ্বাসকে সম্পাদক করে ৪১ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷ প্রতিনিধি অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড তমাল সামন্ত ও সর্বভারতীয় সহসভাপতি কমরেড জুবের রব্বানি৷ সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুকান্ত সিকদার৷ প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড নিরঞ্জন নস্কর৷ মহান মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের চিন্তার আলোকে যুব আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি৷ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুপ্রিয় ভট্টাচার্য৷ প্রকাশ্য সমাবেশে প্রতিনিধিরা নাটক, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলনকে সমৃদ্ধ করেন৷