এআইডিওয়াইও কলকাতা জেলা কমিটির উদ্যোগে ১৪-১৫ ডিসেম্বর বেহালা জোনের সরশুনা অঞ্চলে যুবকদের রোড রেসের মধ্য দিয়ে যুব উৎসবের সূচনা হয়। বিজি প্রেসের মাঠে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক মাইতি, উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কমরেড সঞ্জয় বিশ্বাস প্রমুখ। দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট হয়।
এ ছাড়া নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন– অঙ্কন, সঙ্গীত, ছোটদের যেমন খুশি তেমন সাজো এবং রক্তদান শিবির হয়। ২১ ডিসেম্বর ভবানীপুরের লেডিস পার্ক ও বিধাননগরের আরএ প্লে-গ্রাউন্ডে ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে দক্ষিণ ও উত্তর কলকাতার জোনের যুব উৎসবের সূচনা হয়। লেডিস পার্কে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক কমরেড মলয় পাল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড সমর চ্যাটার্জী সহ অন্যান্যরা। ২২ ডিসেম্বর দক্ষিণ কলকাতা জোনের লেক এলাকায় ও উত্তর কলকাতার জোনের বেলেঘাটায় এলাকায় নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বত্রই সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য কমরেড অমল মিস্ত্রি ও রাজ্য কমিটির সদস্য কমরেড জয়ন্ত জানা।৩-৫ জানুয়ারি রাজ্য যুব উৎসব হবে পুরুলিয়া শহরে।