নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে এ আই ডি ওয়াই ও-র কলকাতা জেলা কমিটির উদ্যোগে ৮ থেকে ১৫ জানুয়ারি ঢাকুরিয়া, মধ্য কলকাতা, লেক, বেহালা সহ কলকাতার ১০টি জায়গায় ছাত্র যুব উৎসবের আয়োজন করা হয়।
ফুটবলে শট দিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজ্য সম্পাদক মলয় পাল। ফুটবল, ভলিবল, ক্যারাম, রোড রেস, প্রবন্ধ রচনা, বিতর্ক সহ নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা রয়েছে এই উৎসবে। প্রায় দুই সহস্রাধিক ছাত্র-যুব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান উদ্যোক্তারা।
সংগঠনের কলকাতা জেলা সম্পাদক সমর চ্যাটার্জী বলেন, যুব জীবনের নানা দাবিতে আন্দোলন গড়ে তোলার সাথে সাথে সুস্থ সামাজিক পরিমণ্ডল গড়ে তুলতে আমরা এক সপ্তাহ ধরে কলকাতা শহর জুড়ে ছাত্র-যুব উৎসবের ডাক দিয়েছি। আগামী ২৩ জানুয়ারি মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালনের উদ্দেশে তাঁর ছবি ও জীবনসংগ্রাম সম্পর্কিত বই নিয়ে কলকাতা জুড়ে ছাত্র-যুবদের মধ্যে প্রচার করব আমরা। এইভাবে আমরা দেশবরেণ্য বিপ্লবী সুভাষচন্দ্র বসুর জীবনাদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।