Breaking News

কলকাতায় শ্রমিক বিক্ষোভে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ

২৩ ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাল এআইইউটিইউসি-র নেতৃত্বে দেড় হাজারেরও বেশি শ্রমিক। শ্রমিক স্বার্থ বিপন্ন করে ৪৪টি শ্রম আইন পাল্টে ৪টি শ্রমকোড করার প্রতিবাদে এবং সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণের প্রতিবাদে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করেন তাঁরা।

 

রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর কাছেও দাবিপত্র পেশ করেন তাঁরা। রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নন্দ পাত্র, শান্তি ঘোষ, অমল সেন, ফনিভূষণ চক্রবর্তী এবং রাজ্য সম্পাদক অশোক দাস সহ অন্যরা। দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে কালা কৃষি আইন তিনটি বাতিলের দাবিতে তাঁরা সোচ্চার হন।

(গণদাবী-৭৩ বর্ষ ১৫ সংখ্যা_১ জানুয়ারি, ২০২১)