বিভেদকামী এনআরসি–সিএএ বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় সন্ত্রাস ও দেশ জুড়ে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ২ জানুয়ারি কলকাতার কলেজ স্কোয়ারে কনভেনশন অনুষ্ঠিত হয়৷
কনভেনশনে বক্তব্য রাখেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেত্রী সোমিয়া সামল, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেত্রী ও সংগঠনের দিল্লি রাজ্য সম্পাদক শ্রেয়া সিং৷ আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সহ এ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, এনআরসি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস, এ আই ডি এস ও–র সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ সহ রাজ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷
কনভেনশন গোটা দেশ জুড়ে এনআরসি–সিএএ–এর বিরুদ্ধে চলমান আন্দোলনকে সংহতি ও আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে এবং জনসাধারণের গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় অত্যাচার, পুলিশি জুলুমের প্রতিবাদে, ক্যাম্পাসে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানায়৷