বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম স্মরণবার্ষিকী উপলক্ষে কলকাতা জেলা কমসোমলের উদ্যোগে ৩০ মার্চ হাজরা সংলগ্ন সুজাতা সদনে শিশু-কিশোর উৎসব হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য আন্দোলন ও গণআন্দোলনের নেতা ডাক্তার বিপ্লব চন্দ্র। প্রথমেই প্যালেস্টাইনের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে যেভাবে শিশু কিশোর সহ অগণিত মানুষ মারা যাচ্ছে তাদের স্মরণ করে স্মৃতি ফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়। উৎসবে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান আন্দোলনের নেতা অধ্যাপক নীলেশ রঞ্জন মাইতি। এ ছাড়াও উপস্থিত ছিলেন এসইউসিআই(কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী, কমসোমল রাজ্য ইনচার্জ কমরেড সপ্তর্ষি রায়চৌধুরী সহ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। এই উৎসবের মঞ্চকে ‘অন্যায় যুদ্ধের বিরুদ্ধে শিশু-কিশোর সম্মিলন’ নামাঙ্কিত করা হয়। সমগ্র উৎসবে কলকাতা জেলার বিভিন্ন এলাকা থেকে ১৬টি নাটকের, ১৩টি সমবেত নৃত্যের দল, ১২টি কুইজের গ্রুপ, ১০টি দেওয়াল পত্রিকা এবং ৭০ জন বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় দুই মাস ধরে শিশু-কিশোরেরা উৎসবে অংশ নেওয়ার জন্যে প্রস্তুতি নেয়। কলকাতার ২৯টি এলাকা থেকে প্রায় দুই শতাধিক শিশু-কিশোর এতে অংশগ্রহণ করে। অভিভাবক ও দর্শকমণ্ডলীর উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।