কর্মসংস্থানের দাবিতে জেলায় জেলায় যুববিক্ষোভ

 হুগলি : সকল বেকারের কাজ নতুবা উপযুক্ত পরিমাণ বেকার ভাতা প্রদান, ঠিকা প্রথা বাতিল ও সমস্ত শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ, ১০০ দিনের কাজ সুনিশ্চিত করা, মদ–জুয়া–অশ্লীল বিজ্ঞাপনের প্রসার বন্ধ করা, নারীর মর্যাদা রক্ষা সহ বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যহারের দাবিতে এবং সাম্প্রদায়িক বিভেদ  সৃষ্টির  চক্রান্তের  বিরুদ্ধে  এআইডিওয়াইও–র হুগলি জেলা কমিটির আহ্বানে ২৬ আগস্ট যুবকরা জেলাশাসক দপ্তরের বিক্ষোভ দেখায়৷

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেড গোপাল সাহা, কমরেড সুশান্ত পাল প্রমুখ৷ প্রধান বক্তা ছিলেন এ আই ডি ওয়াই ও–র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড পার্থ দে৷ সংগঠনের হুগলি জেলা সভাপতি কমরেড সুমন ঘোষের নেতৃত্বে তিন জনের প্রতিনিধি দল জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করেন৷

উত্তর ২৪ পরগণা ও বাঁকুড়া জেলাতেও এআইডিওয়াইও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয়৷

মুর্শিদাবাদ : রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ বন্ধ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি–স্বজনপোষণ বন্ধ, পঞ্চায়েতগুলিতে ১০০ দিনের কাজের সঠিক রূপায়ণ, চুঁয়াপুর ও পঞ্চাননতলা রেললাইনের উপর দু’টি উড়ালপুল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার এবং মুর্শিদাবাদে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ২৯ আগস্ট জেলাশাসকের নিকট ডেপুটেশন দেয় এআইডিওয়াইও–র জেলা কমিটি৷ বহরমপুর শহরের গ্রাণ্ট হলের সামনে থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরে এসে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ এখানে বিক্ষোভসভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সঞ্জয় বিশ্বাস ও জেলা সম্পাদক কমরেড আরিফ খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

(গণদাবী : ৭২ বর্ষ ৬ সংখ্যা)