কর্মবন্ধুদের দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলন

সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার ও সুইপার (কর্মবন্ধু) কর্মচারী সমন্বয় সমিতির প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলন ২ মার্চ অনুষ্ঠিত হল বালুরঘাট জেলা সাংবাদিক ভবনে। ৫০ জনের বেশি কর্মবন্ধু উপস্থিত ছিলেন। তাঁদের দাবি– মৃত ও অক্ষম কর্মীর পোষ্যের চাকরি, অবসরকালীন ৫ লক্ষ টাকা অনুদান, সমস্ত কর্মবন্ধুকে স্বাস্থ্য বিমা এবং গৃহঋণের আওতায় আনা ও সমস্ত কর্মবন্ধুর গ্রুপ-ডি কর্মচারী স্বীকৃতি।

বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য নিখিল বেরা। বীরেন মহন্তকে সভাপতি এবং রাজা মহন্তকে সম্পাদক করে মোট ২৩ জনের জেলা কমিটি গঠিত হয়।