সম্প্রতি ভারত সরকারের রেলমন্ত্রক নির্দেশিত ‘হান্ড্রেড ডেজ অ্যাকশন প্ল্যান’ মোতাবেক চিত্তরঞ্জন কারখানা সহ সাতটি প্রোডাকশন ইউনিটকে কর্পোরেট করার কথা বলা হয়েছে৷ এর প্রতিবাদে চিত্তরঞ্জনের সব ট্রেড ইউনিয়ন মিলে গঠিত হয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি৷ এই কমিটির ডাকে ১৪ আগস্ট, রেল নগরীতে গণকনভেনশন অনুষ্ঠিত হয়৷ সহস্রাধিক রেল কর্মচারী এবং স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন৷ কনভেনশনে বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি, আই এন টি ইউ সি, সিটু, এ আই সি সি টি ইউ–এর প্রতিনিধিবৃন্দ৷ এ আই ইউ টি ইউ সি–র পক্ষ থেকে বক্তব্য রাখেন সর্বভারতীয় কমিটির সদস্য কমরেড নিরঞ্জন মহাপাত্র৷ এ ছাড়া পাতিয়ালা, কাপুরথালা, বেনারস, পেরামবুর থেকে আগত প্রোডাকশন ইউনিটের আন্দোলনের নেতারাও বক্তব্য রাখেন৷ সকলেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা এবং এই আন্দোলনে নিজেদের অংশগ্রহণের অঙ্গীকার করেন৷