কর্তৃপক্ষের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু, মেট্রো রেল সদর দপ্তরে বিক্ষোভ

কর্তৃপক্ষের গাফিলতিতে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পার্ক স্ট্রিটে মেট্রো রেল সদর দপ্তরে বিক্ষোভ দেখাল এআইডিওয়াইও৷ সংগঠনের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল দপ্তরে আধিকারিকদের সাথে আলোচনায় ট্রেনগুলির নিয়মিত পরীক্ষা না করা, সিসিটিভি মনিটরিং না হওয়া প্রভৃতি প্রশাসনিক ব্যর্থতার দিকগুলি তুলে ধরেন৷ তাঁরা অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, ট্রেনের সংখ্যা বাড়ানো, সমস্ত শূন্যপদে পূর্ণ সময়ের স্থায়ী নিয়োগ প্রভৃতি দাবি জানান৷ সংগঠনের কলকাতা জেলা সভাপতি সঙ্গীতা ভক্ত বলেন, কেন্দ্রীয় সরকার বুলেট ট্রেন চালানোর চমক দিলেও সাধারণ মানুষের রেলযাত্রায় ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৯ সংখ্যা)